Logo
ব্রেকিং :
নেত্রকোনায় জাতীয় মহিলা সংস্থার কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে ডাকাতির মালামাল ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন আব্দুস সালাম কেন্দুয়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনা-৪ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দৌলতদিয়ায়  নারী ও শিশুদের সুরক্ষা ও ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  সহিংসতা ছেড়ে আশাকরি বিএনপিও নির্বাচনে আসবে— স্বাস্থ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন উল্লাসে আসছে নাগরপুর   মানিকগঞ্জ-১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র নিলেন এস.এম জাহিদ নেত্রকোনায় বিএনপির আন্দোলনে সক্রিয় রোটারিয়ান নাজমুল হাসান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

তাড়াশে খাদে পড়ে আহত ২০

রিপোর্টার / ১৩৯ বার
আপডেট রবিবার, ২৮ আগস্ট, ২০২২

তাড়াশ প্রতিনিধি:২৮ আগস্ট-২০২২,রবিবার।
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অনন্যা পরিবহন নামে বাস খাদে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
রবিবার দুপুরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কালুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও আহত বাসযাত্রীরা জানান, কিশোরগঞ্জ থেকে রাজশাহীগামী অনন্যা পরিবহন নামে একটি বাস (কিশোরগঞ্জ ব ১১-০০২৪) কালুপাড়া এলাকায় পৌঁছলে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দক্ষিণপাশে উল্টে যায়।
এতে বাসযাত্রী নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী জাহেদা বেগম (৬০) ও ছেলে নাজু আহমেদ (২৮), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাচরকি আদর্শপল্লী গ্রামের নাজিয়া (১২), রাইসুল (২৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার আউশমারি গ্রামের মকবুল (৬২), মনোয়ারা (৩৮), জহুরা খাতুন (৫৫), রাজশাহী জেলার দুর্গাপুর থানার কাশিমপুর গ্রামের সোহাগ (২৪), রেজাউল (৩৭) ও সিরাজগঞ্জ সদর উপজেলার প্রবাস আলী (৪৫)সহ কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকেএম বদরুল কবির জানান, সম্ভববত কোন গাড়িকে ওভারটেকিং করতে বা ব্রেকফেল করে অনন্যা পরিবহনের বাসটি উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তার আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান তিনি।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com