জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা( চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার পুলিশ ফাঁড়ির পুলিশ রোববার দিবা গতরাত ২টার দিকে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেন পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর দিক নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুর রহমান জুয়েলের নেতৃত্বে এ এস আই জাহিদুল ইসলাম, এএসআই মসলেম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন তাঁদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মনির ছেলে (১)কালু, কার্পাসডাঙ্গার মাসুমের ছেলে (২) সাদ্দাম, পীরপুরকুল্লার মান্নানের ছেলে (৩)সিরাজুল, হাজী ওয়াজ্জেল আলী মোড়লের ছেলে (৪)কুদ্দস, আরামডাঙ্গার গোলাম কসাইের ছেলে (৫) মফিজুল, কার্পাসডাঙ্গার মোহাম্মদের ছেলে (৬)মাহাবুর, মাসুমের ছেলের (৭) মাহফুজ তাদেরকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা হাজতে রাখা হয়। আজ চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে প্রেরণ করা হবে ।