নিজস্ব প্রতিবেদক:২০ ফেব্রুয়ারি,বুধবার।
ঘন কুয়াশার কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে ঘাট এলাকায় ৪ শতাধিক যাত্রীবাহী বাসসহ ৭ শতাধিক যানবাহন পারের অপোয় রয়েছে। বুধবার ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। ফলে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নবগ্রাম বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রীবাহী ও পন্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্ট হয়েছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহাম্মেদ জানিয়েছেন, মধ্যরাতের পর থেকে ঘাট এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মাকিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৪ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তিনি আরো জানান,ইজতেমা ফেরত মুসল্লীদের পরিবহনের কারণেও যানবাহনের দিগুন চাপ বেড়েছে এবং এ যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭ টি ফেরি চলাচল করছে। এবং একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে ঘাটের ভাসমান কারখানায় মেরামতের জন্য নেওয়া হয়েছে।###
কালের কাগজ.প্রতিবেদক/জা.উ.ভি