মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে ঃ ০৬ ফেব্রুয়ারী,বুধবার ।
টাঙ্গাইলের দেলদুয়ারে পুটিয়াজানী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকা মুল্যের পাটের তৈরি বস্তা পুরে গেছে। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি টীম আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলার পাথরাইল পুটিয়াজানী বাজারের মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজের পাটের তৈরি বস্তার গুদামে এ অগ্নিকান্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যদর্শীরা জানান, আগুন মুহুর্তের মধ্যে সারা গুদামে ছড়িয়ে গুদামে মজুদকৃত সমস্ত পাটের তৈরি বস্তা পুড়ে গেছে। মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজের স্বত্বাধীকারি ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম বলেন আমার জমানো সমস্ত টাকা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা প্রতিষ্ঠান দাড় করিয়েছিলাম। এখন আমার আর কোন অবলম্বন রইল না।
এ ব্যাপারে নরুল ইসলাম দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি