টাঙ্গাইল প্রতিনিধি:২৮ আগস্ট-২০২২,রবিবার।
টাঙ্গাইলের দেলদুয়ারে ১ কেজি গাঁজা সহ মোহন মিয়া (৩৫) নামের মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ। রোববার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের চরপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের টুকচানপুর গ্রামের মোঃ লেবু মিয়ার ছেলে। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, সোর্সের মাধ্যমে জানা যায় সায়েদাবাদ থেকে গাঁজার একটি চালান দেলদুয়ারে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এস.আই রিমেলের নেতৃত্বে চরপাড়া বাজার থেকে গাঁজা সহ মোহন নামের যুবককে গ্রেফতার করা হয়েছে।