নিজস্ব প্রতিবেদক:০৪মার্চ ২০১৯
দেশে ওবায়দুল কাদেরকে যে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়েছে ওই চিকিৎসা চালিয়ে গেলেই ভালো ফল পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি প্রসাদ শেঠি। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন। এই চিকিৎসা চালিয়ে গেলে ভালো ফল পাওয়া যেতে পারে।’
তবে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক।
এর আগে ওবায়দুল কাদেরকে দেখতে সোমবার (৪ মার্চ) দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছান দেবি শেঠি। তাকে পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুন স্বাগত জানিয়ে রোগী ওবায়দুল কাদেরের কাছে নিয়ে যান। পরে তিনি ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে সোয়া ২টার দিকে বিএসএমএমইউ এলাকা ত্যাগ করেন। এরপর তিনি সেখান থেকে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
দেবি শেঠি আজ সোমবার পৌনে ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে বিমানবন্দরে স্বাগত জানান, অধ্যাপক হারিসুল হক ও প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মুজাফফর আহমেদ। তিনি বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁয়ে আসেন। পরে সেখান থেকে বিএসএমএমইউতে যান তিনি।
প্রসঙ্গত, রবিবার (৩ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল এখনও বাংলাদেশে অবস্থান করছে। শনিবার (২ মার্চ) রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগে চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের অধীনে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে তিনি বিএসএমএমইউ’র সিসিইউ তিন এ ভর্তি আছেন।
তার চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
কালের কাগজ/প্রেতিবেদক/জা.উ.ভি