গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:১৯ এপ্রিল-২০১৯,শুক্রবার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাট বাইপাস সড়কের সাহাদত মেম্বার পাড়ার একটি কালভার্টের ভেতর থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরের পর থেকে ওই এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুজতে থাকে। পরে ৫নং ফেরিঘাটগামী বাইপাস সড়কের কালভার্টের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে অজ্ঞাত ওই নারীর লাশটি ফেলে রাখে খুনিরা। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। এ কারনে তাকে এখন সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি