
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :১১ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর বিকেল ৩ঃ৩০ মিনিট সময় মুক্তি মহিলা সমিতি (এমএমএস) অফিস কার্যালয়ের সামনে মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল এফেয়্যারস কানাডার আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। র্যালিটি বের হয়ে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে ঘুরে এসে একই স্থানে শেষ হয়। পরে মুক্তি মহিলা সমিতির হল রুমে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, গোয়ালম্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, প্রোগ্রাম কোর্ডিনেটর আঁখি আক্তার, আলোচনা শেষে গত কয়েক দিন চিত্রাংকন সহ
বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহন কারি বিজয়ী কন্যা দের ও গ্রুপ ভিত্তিক ফুটবল খেলা অনুষ্ঠিত বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হয়। এবং প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের নারী সেলাই মেশিন প্রদান করা হয়।