
আবুল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি :০৮ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
গোয়ালন্দের দৌলতদিয়ায় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে পৃথকভাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালী বের করা হয়। এতে অংশ নেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও কেকেএসের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, কেকেএস প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন প্রমুখ এ সময় উপস্হিত ছিলেন।
অপরদিকে যৌনপল্লীর নারী ও শিশুদের সাথে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তি মহিলা সমিতি তাদের নিজস্ব কার্যালয়ে দিবসটি পালন করে। মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাবাসসুম আক্তার আখি প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।