Logo
ব্রেকিং :
নেত্রকোনায় জাতীয় মহিলা সংস্থার কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে ডাকাতির মালামাল ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন আব্দুস সালাম কেন্দুয়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনা-৪ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দৌলতদিয়ায়  নারী ও শিশুদের সুরক্ষা ও ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  সহিংসতা ছেড়ে আশাকরি বিএনপিও নির্বাচনে আসবে— স্বাস্থ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন উল্লাসে আসছে নাগরপুর   মানিকগঞ্জ-১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র নিলেন এস.এম জাহিদ নেত্রকোনায় বিএনপির আন্দোলনে সক্রিয় রোটারিয়ান নাজমুল হাসান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

দৌলতদিয়ায় ঐতিহ্যবাহি লাঠি খেলা  অনুষ্ঠিত

রিপোর্টার / ৬৯ বার
আপডেট রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

আবুল হোসেন,রাজবাড়ী জেলাপ্রতিনিধি:৩০ অক্টোবর-২০২২,রবিবার।
রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐহিত্যবাহি লাঠি খেলা। ঢাক-ঢোল বাজিয়ে শুরু হয় এই লাঠি খেলা। উপস্থিত দর্শকের হাত তালি আর নৃত্যের তালে তালে লাঠিয়ালরা প্রদর্শন করতে থাকেন নানা কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে রক্ষা আর প্রতিপক্ষকে আক্রোমন করতে মেতে উঠেন লাঠিয়ালরা।
 রবিবার ৩০অক্টোবর বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া  ইউনিয়নের ছাত্তার মেম্বার পাড়া গ্রামে এ লাঠি খেলা  আয়োজন করে দৌলতদিয়া ১ নং ওয়ার্ডের বাসিন্দা কালাম ফকির। তিনি প্রতি বছরের ন্যায় এবারও লাঠি খেলা আয়োজন করে।  এতে অন্তত ৫০ জন লাঠিয়াল অংশগ্রহণ করে প্রদর্শন করেন তাদের কসরত।
 লাঠি খেলায় অংশ গ্রহন কারী লাঠিয়াল মো. তোরাপ সরদার বলেন আবহমান বাংলার ঐতিহ্যের এই লাঠিখেলা বর্তমানে প্রায় হারিয়ে যাওয়ায় এই খেলা উপভোগ করেন স্থানীয়রাসহ দূর-দুরান্তের হাজারো দর্শক।  তিনি বলেন গোয়ালন্দের বিশিষ্ট লাঠি খেলোয়াড় মরহুম শাহ্ সাকের সরদারের   হাত ধরে এই লাঠি খেলা শিখেছি। প্রায় ৬০ বছর ধরে লাঠি খেলায় অংশ গ্রহন করি।  দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এ ঐতিহ্যবাহী  লাঠি অংশ গ্রহন করি।
লাঠি খেলা দেখতে আসা রিনা বেগম বলেন, আগে কখনো লাঠি খেলা দেখিনি।  লাঠি খেলা দেখতে দারুণ লাগছে। উপস্থিত আরো কয়েক জন দর্শক  আনন্দ প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন পর এ লাঠি খেলা দেখে খুব ভালো লাগছে।
লাঠিয়াল সামাদ সরদার,  মহিউদ্দিন সরদার,  ছলিম শেখ বলেন, এক সময়ে প্রতিটি গ্রামে গ্রামে লাঠি খেলা হতো। এখন আর খেলা হয় না। তাই অন্য পেশার সাথে অনেকটা শখের বসেই পূর্ব পুরুষের কাছ থেকে শেখা এই লাঠি খেলা খেলে থাকেন।  নতুন প্রজন্মকে স্মরন করিয়ে দেওয়ার পাশাপাশি পুরানো ঐহিত্যবাহি সকল কৃষ্টি কালচার ও সকল ধরনের খেলাধুলাকে পুনরুদ্ধারের জন্য ঐতিহ্যবাহি এ সকল অনুষ্ঠান বেশী বেশী করে আয়োজন করা দরকার।
বাঙালীর হারানো ক্রীড়া সংস্কৃতি ফেরাতে পারলে মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি, মোবাইল আসক্তি থেকে সমাজকে রক্ষা সম্ভব।
লাঠি খেলা উদ্বোধন করেন দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো আসাদুজ্জামান চৌধুরী  নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লা,  গোয়ালন্দ উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মো মোশারফ হোসেন প্রামাণিক জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, ১ নং ওয়ার্ড সদস্য কাশেম মন্ডল  প্রমুখ।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com