
আবুল হোসেন, রাজবাড়ীপ্রতিনিধি:২৮ এপ্রিল-২০২২,বৃহস্পতিবার।
“কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয়” এই স্লোগান নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় দেশের বৃহত্তম যৌনপল্লীর অসহায় যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকাল ৫ ঘটিকায় যৌনপল্লী সংলগ্ন মাঠে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম( বার) পিপিএম( বার) এর সার্বিক ব্যবস্থপনায় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মঈনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহাম্মেদ। মোস্তফা মেটাল ইন্ড্রটির পরিচালক মো. সেলিম মুন্সি প্রমুখ। যৌনপল্লী ও তৃতীয় লিঙ্গের ১৫শত অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়া হয়।