Logo
ব্রেকিং :
মলদ্বারে রেখে হেরোইন পাচারকালে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা  নীলফামারী-৪ আসনে আ’লীগের ৩, জাপার ২ নেতা সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল  মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে থেকে  ৪ জুয়াড়ি  গ্রেপ্তার

রিপোর্টার / ৮৩ বার
আপডেট শনিবার, ২১ মে, ২০২২

আবুল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি :২১ মে-২০২২,শনিবার।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে জুয়াড়ি চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে পড়ছেন। শুক্রবার (২০ মে) দিবাগত রাতে দৌলতদিয়ার ৫নং ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি কেরামত আলী মাঝ নদীতে পৌছলে যাত্রীবেশে থাকা নৌপুলিশ চার জুয়াড়িকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়া এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে বরকত মোল্লা (৪২), উত্তর দৌলতদিয়া ঢল্লা পাড়া এলাকার মৃত নবু খাঁর ছেলে নুরু খাঁ (৫৩), বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়া এলাকার অকেল মোল্লার ছেলে উসমান মোল্লা (৫৪) ও একই গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে সাগর হোসেন (৩৭)। তাদের দেওয়া ভাষ্যমতে একই গ্রামের মৃত মোহন শিকদারের ছেলে রেজাউল শিকদার (৩০) ছিলেন। তবে পুলিশের উপস্থিতি  টের পেয়ে আগেই পালিয়ে যান। এসময় পুলিশ তাদের কাছ থেকে তাস, কুপি বাতি, তাস জুয়া খেলার একটি বোর্ড, ও নগদ ৫০০ টাকা জব্দ করে। তাদের প্রত্যেককে শনিবার (২১মে) দুপুরে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুল হক খান। পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃতরা সবাই দীর্ঘদিন ধরে নেশা বা জুয়ার সাথে জড়িত।
ঘাট সংশ্লিস্টরা জানায়, প্রায় রাতে ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি মাঝ নদীতে পৌছলে ইঞ্জিন চালিত নৌকা ঠেকিয়ে ফেরিতে উঠে পড়ে। ফেরির এক কোনায় কুপি বাতি জালিয়ে প্রথমে নিজেরা ৪-৫জন বসে তাস নিয়ে খেলা শুরু করে। এসময় কোন যাত্রী বা গাড়ি চালক খেলায় আগ্রহ দেখালে সংঘবদ্ধ সদস্যরা টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, শুক্রবার রাতে দৌলতদিয়ার ৫নং ঘাট থেকে রাত পৌনে বারোটার দিকে কেরামত আলী রোরো ফেরিতে জুয়াড়ি চক্রের সদস্যরা উঠছে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে যাত্রী বেশে কয়েকজন অবস্থান নেই। ফেরিটি ছাড়ার কিছুদূর যেতেই কুপি বাতি জালিয়ে জুয়া খেলা শুরু করলে হাতেনাতে চারজনকে আটক করি।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com