আবুল হোসেন ,গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি :০১-জুন-২০২০,সোমবার।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে করোনা ভাইরাস সংক্রমণ রোধে দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ব্যস্ততম নৌ -রুটে টানা প্রায় দুই মাস সাতদিন পর গত কাল ৩১ মে থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে । গত কালকের চেয়ে এই নৌ-রুটে দুর পাল্লার পরিবহন ও পন্য বাহি ট্রাকএবং ব্যক্তি গত গাড়ির চাপ অনেক বেশি ।
সোমবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুল পযর্ন্ত পরিবহনের লম্বা লাইন দেখা যায় । দর্শনা থেকে ছেড়ে আসা রয়েল এক্্রপ্রেসের ড্্রাইভার উত্তম ঘোষ বলেন সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল সাত টায় ১৮ জন যাএী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছি চাকুরি বাঁচাতেএবং পেটের তাগিদে প্রায় দুই মাস পর পরিবহন নিয়ে ঢাকা যাচ্ছি ।
সরকারের সকল নির্দেশনা, সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা মেনে চলার কথা থাকলেও দেখা যায় যে প্রতিটি লঞ্চে যাএীরা ঠাসা ঠাসি করে উঠানামা করছে যা চোখে দেখার মত ছিল । তারা কোন রকম সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্য সচেতন মানছেনা । এতে করে নোভেল করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি বেড়ে যাচ্ছে । দৌলতদিয়া লঞ্চ ঘাটে নৌ-পুলিশের দুই জন সিপাহী কর্তব্যরত থাকলেও তাদের কোন রকম তৎপরতা দেখা যায়নি তারা চুপচাপ বসে রয়েছে।
গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে গত ৩১ মে থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এই রুটে ৩৪ টি লঞ্চ থাকলেও আজ ১৬টি লঞ্চ দিয়ে চলাচল শুরু করেছেন লঞ্চ মালিক সমিতি ।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে দৌলতদিয়া লঞ্চ ঘাটে লঞ্চে গাদা গাদি করে যাত্রী উঠানামা করছে এবং লঞ্চের ষ্টাফদের অনেকের মুখে মাস্ক ও হাতে হেন্ডগ্লোব ছিল না তারা যাএীদের উদেশ্যে কোন সচেতন মুলক কথা ও বলছে না। মেসার্স এম ভি অনন্যা লঞ্চের সুকানি ছাত্তার ব্যাপারী মুখে মাস্ক না থাকায় তাকে জিঞ্জাসা করলে তিনি বলেন আমার মাস্ক ধুয়ে দিয়েছি । প্রতিটি লঞ্চে গাদাগাদি করে যাএী নিয়ে এপার থেকে পাটুরিয়ার উদেশ্যে ছেড়ে যাচ্ছে।
দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপার ভাইজার মিলন জানান, দীর্ঘ দুই মাসের বেশি সময় এরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চ মালিকদের অনেক লোকসান হয়েছে। গত কাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে আজকে দৌলতদিয়া –পাটুরিয়া নৌ-রুটে ১৬ টি লঞ্চ চলাচল করছে । যাএীদের জন্য দৌলতদিয়া লঞ্চ ঘাট কর্তৃপক্ষ ঘাটে জীবানুনাশক স্প্রে, সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো.মুন্নাফ বলেন যে সামাজি দুরত্ব বজায় রেখে যাএী পারাপারের জন্য লঞ্চ কতৃপক্ষ কে বলেছি তবে দু একটি লঞ্চে গাদাগাদি করে যাএী উঠছে আমরা যথা সাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
বি আই ডব্লিউ টি এর দৌলতদিয়া -পাটুরিয়া নৌ-রুটের টি আই আফতাফ হোসেন বলেন , মহামারি করোনা ভাইরাস থেকে যাএীদের রক্ষার্থে সামাজি দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলতে বার বার হ্যান্ড মাইক দিয়ে সচেতনতা মুলক প্রচার চালাচ্ছি । কোন লঞ্চে যদি অতিরিক্ত যাএী উঠায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো ।