
আবুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি :১১ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পূর্ব পাড়ার পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী যৌনকর্মীদের জন্য ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকক্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ অক্টোবর সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত দৌলতদিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশের কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অর্ধশতাধিক রোগি কে ফ্রী চিকিৎসা ব্যাবস্থা পত্র দেওয়া হয়।
এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের রোগি দেখেন , এমবিবি এস,পিজি( গাইনী এবং অবস্) ডিএমইউ( আলট্রা), জেনারেল ফিজিশিয়ান এবং সোনোলজিস্ট, মহিলা, গাইনী ও শিশু রোগের চিকিৎসক ডা. নুরুন নাহার সুমি, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. কিয়াম শিকদার পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল, সংস্থার সুপার ভাইজার শেখ রাজীব, গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, মো. নাজিমুল ইসলাম বৃটেন, ন্যাশনাল ডায়াগনিস্ট সেন্টারের নার্স মিতু আক্তার প্রমুখ।