নিজস্ব প্রতিবেদক:১৮ মার্চ-২০১৯,সোমবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কলিয়া ইউনিয়নের আহুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারের মাঝে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৪ বান্ডিল ঢেউ টিন, ১ লক্ষ ৬২ হাজার টাকা, ১৮ বস্তা চাল বিতরন করা হয়েছে ।
সোমবার ৩ টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্তরে আহুলিয়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারের প্রতিজনকে তিন বান্ডিল করে ঢেউ টিন, ৯ হাজার করে টাকা, ১ বস্তা করে চাল বিতরন করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মানিকগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক( উপ- সচিব) ফৌজিয়া খান।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো:জাকির হোসেন প্রমুখ ।
উল্লেখ্য গত শুক্রবার রাতে দৌলতপুর উপজেলায় কলিয়া ইউনিয়নের আহুলিয়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে মেগু সিকদার,নুরুল ইসলাম,কাসেম,সেন্টু,হানিফ,আফছার,জলিল,আরশেদ,চাঁন খা,সুর্য খা,আসলাম,ময়নাল,লোকমান,বুদ্ধ সেক,মহন সেক, মাছেম,নবীরন বেগমসহ ১৮ টি পরিবার ক্ষতিগ্রস্ত হন ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি