নিজস্ব প্রতিবেদক ::১৫ আগস্ট-২০২৩,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ ১৫ আগস্ট মঙ্গল বার সকাল ৭ টায় উপলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, আওয়ামী লীগ ও অঙ্গযোগি সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,থানা পুলিশ, দৌলতপুর প্রেসকাব, শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ,এম নাঈমুর রহমান দূর্জয়। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম মোল্যা, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুশা, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পদক আবুল বাশার, চকমিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুর রহমান মুক্তা, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির, ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমান প্রমূখ।