মানিকগঞ্জ প্রতিনিধি:০৮ মার্চ-২০২০,রবিবার।
“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার , মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমামুন নেছা,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,সরকারী মডেল পি,এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো: মিজানুর রহমান প্রমূখ। #