নিজম্ব প্রতিবেদক: ০৩ জুন-২০২২,শুক্রবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ডুকে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন এর নেতৃত্বে ১০/১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়ে জিয়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন (৫৬) কে গুরুতর আহত করে । হামলার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।হামলার শিকার ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ ০৩ জুন শুক্রবার রাত ৮ টার দিকে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এবিষয়ে চিকিৎসাধীন জিয়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন জানান, আজ ০৩ জুন শুক্রবার দৌলতপুর সরকারী পি.এস উচ্চ বিদ্যালয় মাঠে চকমিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল শেষে রাত ৮ টার দিকে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক,সাধারন সম্পাদক আব্দুল কদ্দুসসহ কয়েক জন বসে গল্প করতে ছিলাম । এসময় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন এর নেতৃত্বে ১০/১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা হঠাৎ কার্যালয়ে ডুকে কোন কিছু না বলেই আমাকে হত্যার উদ্দেশে অর্তকিত হামলা চালায় । পরে নেতা কর্মীরা উদ্ধার করে আহত অবস্থায় দৌলতপুর হাসপাতালে ভর্তি করে ।
এদিকে তাৎক্ষনিক ভাবে সন্ত্রাসী হামলা ও দোষীদের গ্রেফতারের দাবিতে আওযামীলীগ ,যুবলীগ,ছাত্রলীগের শত শত নেকাকর্মীরা বিক্ষোভ মিছিল বেড় করে । বিক্ষোভ মিছিলটি আওয়ামীলীগ কার্যালর থেকে বেড় হয়ে প্রধান সড়ক,বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো: নুরুল ইসলাম রাজা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক,সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, যুবলীগের আহবায়ক হুমান কবির শাওন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ,সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমান প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন,যুগ্ম সম্পাদক শওকত আলী খান, যুগ্ম সম্পাদকআখিনুর ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মহিদুর রহমান মুক্তা,দপ্তর সম্পদক বাবুল আক্তার টিপু, যুবলীগ নেতা আব্দুর রহিম,নিজামুল ইসলাম তুষার,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ খান, মমিন হোসেন,ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক কিলটন মোল্যা, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ হাসান,সাধারন সম্পাদক সাদিকুর রহমান শাওন ।
এবিয়ষে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন এর ০১৭১৫৬২৪৭৫৯ এই ফোন নাম্বারে একাধিক বার যোগাযোগের চেস্টা করে পাওয়া যায়নি ।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাকারিয়া হোসেন জানান, হামলার ঘটনা শুনার সাথে সাথে আমি ফোর্স নিয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনা স্থলে গিয়েছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।