নিজস্ব প্রতিবেদক:০১ জুন -২০২২,বুধবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে ১ শত ৭০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।
আজ ০১ জুন বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযান কারী দল দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ১ শত ৭০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন, দৌলতপুর পূর্ব পাড়া গ্রামের বিরাজ সেকের ছেলে মোশারফ হোসেন মুশা(২৭), সমেতপুর গ্রামের মৃত- সাইফুল ইসলাম জুলুর ছেলে পাভেল হোসেন (৩০) ।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মো: সাইফুর রহমানের নেতৃত্বে ৮জনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর গ্রামের মোশারফ হোসেন মুশার বসত বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা এবং সমেতপুর গ্রামের পাভেল হোসেনের বাড়ি থেকে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো: সাইফুর রহমান জানান, ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।