নিজস্ব প্রতিবেদক:২২ ফেব্রুয়ারী,শুক্রবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে স্কুল পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেলো ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় দৌলতপুর কলোনী পাড়ার ওমর ফারুকের মেয়ে দৌলতপুর পিএস সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাএী টাংগাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের মালশিয়া প্রবাসী সুমন (২৮)এর সাথে বিয়ের আয়োজন করে ।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানান, দৌলতপুর গ্রামে বাল্য বিবাহ হচ্ছে এমন খবর পেয়ে দৌলতপুর থানার এস আই করিম সহ থানা পুলিশ অভিযান পরিচালনা করি । বিয়ে বাড়ী থেকে মেয়ের বাবা ওমর ফারুক ও মেয়ের চাচা ছিবাতুল্লাহকে আটক করা হয় । পরে বিয়ে ভেঙ্গে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান মিন্টু ও সমেতপুর ওয়ার্ডের মেম্বার টুনা শেকের জিম্মায় মেয়ের বাবা ওমর ফারুক চাচা ছিবাতুল্লাহ ও মেয়েকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেন । মুচলেকায় উল্লেখ্য ১৮বছরের আগে বিয়ে দিতে পারবেনা শর্ত ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে মমে র্এই শর্তে ছেড়ে দেওয়া হয়। এসময় দৌলতপুর পি এস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ঐ বিদ্যালয়ে মেয়েটির লেখা পড়ার কোন রকম টাকা পয়সা লাগবেনা বলে প্রিতিশ্রুতি দেন ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি