নিজস্ব প্রতিবেদক: ১৭ এপ্রিল-২০২২,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৭ এপ্রিল) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা চত্ত্বরে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: রবিন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রেজ্জাক, মৎস্য কর্মকর্তা মো: ফরিদ হোসেন, চকমিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ। বক্তাগণ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।