নিজস্ব প্রতিবেদক:২৬ ফেব্রুয়ারী,মঙ্গলবার।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪ জন,ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৫ জন,মহিলা ভাইস-চেয়ারম্যান-৪ জন মঙ্গলবার দুপুরে জেলা ও উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে নির্বাচন কর্মকর্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
ৎচেয়ারম্যান প্রার্থীরা হলেন,আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম রাজা, বর্তমান চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেলক হক তোজা(স্বতন্ত্র), জেলা আওয়ামীলীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের (স্বতন্ত্র), ও জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান(স্বতন্ত্র) । এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস-চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মো: হযরত আলী,উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আবুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান শাহিন,উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: জয়েল রানা,এ্যাড: খোরশেদ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবেক ভাইস-চেয়ারম্যান কুলসুম আরা বেগম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার, পারভীন বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। ####
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি