নিজস্ব প্রতিবেদক:০৮মার্চ-২০১৯,শুক্রবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা গ্রামে ছেলেদের অত্যাচার সইতে না পেরে মা চেনি বেগম (৪৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে । পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তার দুই ছেলেকে। বৃহস্পতিবার রাতে নিখোঁজ চেনি বেগমকে পরের দিন সকালে মৃত অবস্থায় পাওয়া গেল বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে।
চেনি বেগমের স্বামী পানজু মিয়া জানান, বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে স্ত্রীকে পাওয়া যাচ্ছিলো না। রাতে অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে ক্ষেতে কাজ করার সময় কয়েকজন চেনি বেগমের মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।পানজু মিয়া জানান পারিবারিক কলহের কারনে মাঝে মাঝেই তার দুই ছেলে স্ত্রীকে মারপিট করতো। গত মঙ্গলবার এবং বৃহস্পতিবারও মাকে অত্যাচার করে দুই ছেলে। তিনি ধারণা করছেন এই দুঃখেই তার স্ত্রী বিষ পানে আত্মহত্যা করেছেন। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামও জানান, ছেলেদের সাথে চেনি বেগমের জগড়াঝাটি কথা শুনেছি ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার জানান মৃতদেহের মুখে ফেনা এবং পাশেই একটি গ্লাস পড়ে থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চেনি বেগম বিষ পানে আত্মহত্যা করেছেন। দুই ছেলের হাতে মারধরের বিষয়টি নিশ্চিত হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে। আটক ছেলেরা হচ্ছে চঞ্চল (৩০) ও রাসেল (২৬)। তবে তিনি বলেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি