নিজস্ব প্রতিবেদক:, ১১ মার্চ-২০১৯,সোমবার।।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা চরাঞ্চলের জিয়নপুর ইউনিয়নের বড়টিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ইমান আলী(৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে । ইমান আলী বড়টিয়া গ্রামের মৃত-বাহেজ উদ্দিনের ছেলে। অপর এক জন মানিকগঞ্জ সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
নিহত ইমান আলীর ছোট ভাই জানান, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বড়টিয়া এলাকার চকে আমাদের দখলি ৩২ শতাংশ আবাদি জমি নিয়ে অহেদ আলী মাস্টার,মিজানুর রহমান,রেহাজ,উজ্জল গং দের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ আমাদের দখলি জমিতে গত ২ মার্চ সকালে অহেদ আলী মাস্টার,মিজানুর রহমান,রেহাজ,উজ্জল,আব্দুল হক সহ৮/১০জন জোর পূর্বক মাটি কাঁটার সময় আমার বড় ভাই ইমান আলী বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র ও লোহার রড নিয়ে অর্তকিত হামলা চালায় ।
হামলায় ইমান আলী (৪৫) ও রিজন আলী(১২) মাথা ফেটে ও শরীরে আঘাতের ফলে মাটিতে লুটে পড়ে আশংকা জনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে । ইমানের অবস্থার অবনতি হলে ঐ দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাত ১ টার দিকে ইমান আলী মারা যায় । শিশু রিজন মানিকগঞ্জ সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) সুনীল কুমার কর্মকার জানান, জমি সংক্রান্ত বিরোধে ইমান আলী নামের একজন চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে ঢাকায় মারা গেছে বলে নিশ্চিত করেন। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি