নিজস্ব প্রতিবেদক:১২ মার্চ-২০১৯,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ও বাঘুটিয়া এলাকায় মঙ্গলবার বিকালে যমুনা নদীতে এক ঝটিকা অভিযানে জাটকা ইলিশ মাছ ধরার অপরাধে ২১ জন জেলেকে আটক করে উপজেলা প্রশাসন । তাদের কাছ থেকে ৪০ কেজি জাটকা ইলিশ মাছ, ৬০ হাজার মিটার জাল উদ্ধার করা হয় ।
মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এবং ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুমানা তানজিন অন্তরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ জনকে ৭ দিন করে ও ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ৮ জনকে দুই হাজার করে জরিমানার আদেশ প্রদান করেন পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত । উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয় এবং ৬০ হাজার মিটার জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয় ।
কারাদন্ড প্রাপ্তরা হলেন,আক্কাছ সরদার,সাইদ হোসেন,মিরাজ সরদার,আলামীন সেক, নজরুল ইসলাম, আলিফ হোসেন,বাবুল হোসেন, অরুন হলদার,জিয়া মন্ডল,ফারুক সরদার, রাজ কুমার প্রত্যেক জনকে ৭ দিন করে এবং মুক্তার হোসেনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন ।
নদীতে অভিযানের সময় উপস্থিত ছিলেন,মানিকগঞ্জের জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুমানা তানজিন অন্তরা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি