মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২০ এপ্রিল
মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয় । বিশেষ অতিথি ছিলেন,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড: গোলাম মহীউদ্দীন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: নুরুল ইসলাম রাজা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো: আশিকুর রাহমান এর সভাপতিতে এছাড়া অরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: এ.কে.এম আজিজুল হক,সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্যা ,জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ । গত ১৬ এপ্রিল ঢাকায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে একটি পাজেরো স্পোর্স জিপ গাড়ী ও একটি এ্যাম্বুলেন্সের চাবি প্রদান করেন । সেই গাড়ী দুইটি স্থানীয় ভাবে ব্যবহার ও চালানোর জন্য উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়। এসময় রাজনৈতিক ব্যক্তি বর্গ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের কর্মরত সকল ডাক্তার,নার্স,কর্মচারী উপস্থিত ছিলেন।###
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি