নিজস্ব প্রতিবেদক:০৬ নভেম্বর-২০২২,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা যোগদান করেছেন।
আজ রবিবার বিকালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও মো: ইমরুল হাসান ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা ইতিপূর্বে খলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ঢাকায় বিভিন্ন মন্ত্রানালয় গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন। তিনি ৩০ তম ব্যাচের বিসিএস ক্যাডারে চাকুরী লাভ করেন।তার জন্ম স্থান গোপালগঞ্জ জেলায় ।