নিজস্ব প্রতিবেদক:০৭ নভেম্বর-২০২২,সোমবার।
মানিকগঞ্জের দৌলতপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ০৭ নভেম্বর ২০২২ খ্রি সোমবার দুপুরে দৌলতপুর অফিসার্স ক্লাবের পক্ষ হতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অফিসার্স ক্লাবের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জনাব অর্ণব মালাকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইমদাদুর রফমান তালুকদার। মতবিনিময় সভা পরিচালনা করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রণজিৎ মন্ডল। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা ইতিপূর্বে খলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ঢাকায় বিভিন্ন মন্ত্রানালয় গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন। তিনি ৩০ তম ব্যাচের বিসিএস ক্যাডার চাকুরী লাভ করেন।তার জন্ম স্থান গোপালগঞ্জ জেলায় ।