নিজস্ব প্রতিবেদক::১২ জুলাই-২০২২,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামগঞ্জ-বাসাইল বাজারে ইউনিয়ন নির্বাচনী জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আতদের মানিকগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ জুলাই সোমবার সকালে দৌলতপুর উপজেলা শ্যামগঞ্জ –বাসাইল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮ টার দিকে শ্যামগঞ্জ-বাসাইল বাজারে ইউনিয়ন নির্বাচনী জেরে বাসাইল গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেন ও বর্তমান মেম্বার আমিনুর রহমান কোহিনুর মেম্বারের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ,লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে।
পরে সংর্ঘষে সাবেক মেম্বার আনোয়ার হোসেনের পক্ষে ও সর্মথক আনোয়ার হোসেন মেম্বার, মজিবর মেম্বার, সিরাজুল মাতাব্বর,আশিকুর রহমান, সোনা মিয়া ও বর্তমান মেম্বার আমিনুর রহমান কোহিনুরের পক্ষের এ্যাড: মাসুম,নিয়ামতুল্লা,নুরুল ইসলাম, মতিয়ার,নুরুজ্জামান, আব্দুস সালাম,আমিনুর রহমান কোহিনুর সহ উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হয়েছে।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) জাকারিয়া হোসেন জানান,সংর্ঘষের ঘটনায় বর্মমান মেম্বার আমিনুর রহমান কোহিনুর বাদি একটি মামলা দায়ের করেছে । মামলায় সফিজ উদ্দিন ,আব্দুল করিম,মজিবর রহমান মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।