নিজস্ব প্রতিবেদক:১৪ এপ্রিল-২০১৯,রবিবার।
আনন্দ র্যালি নাচ-গানের মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আবহমান বাংলার চিরন্তন ঐতিহ্য ১লা বৈশাখী-১৪২৬ বাংলা বর্ষবরণ পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালি শহরে প্রধান সড়ক,উপজেলা পরিষদ প্রদক্ষিন করে। শোভাযাত্রায় বাঙালির সংস্কৃতির পরিচয় বহনকারী মাথাল, কলশী, চালুন, কুলা, একতার, মাছ, পালকি, ঘুড়ি, চরকি ও বর-বউ সাজসহ বিভিন্ন প্রতীক নিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
আনন্দ র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তোজাম্মেল হক তোজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত নুরুল ইসলাম রাজা,উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুমানা তানজিন অন্তরা,থানা অফিসার ইনচাজ(ওসি) সুনীল কুমার কর্মকার,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালী শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তা ভাত,রুই মাছ ভাজি,আলু ভরতা, ডাল ভরতা ভোজের পাশাপাশি গান পরিবেশন করা হয়।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি