নিজস্ব প্রতিবেদক: ২৭ জানুয়ারী.রবিবার ।
‘শান্তি রক্ষার্থে’ পুলিশকে সহায়তা করুণ,পুলিশের সেবা গ্রহণ করুণ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেলা পুলিশের সেবা সপ্তাহ পালিত হয়েছে ।
রবিবার সকাল ১১ টায় দৌলতপুর থানা পুলিশের উদ্যোগে পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনা মুলক বিভিন্ন শ্লোগানে একটি বিশাল র্যালী বেড় হয় । র্যালীটি থানা কমপ্লেক্র থেকে বাজার,উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে । এসময় উপস্থিত ছিলেন, ,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)সুনীল কুমার কর্মকার, ওসি(তদন্ত) মামুন অর রশিদ খান,ওসি(অপরেশন) মহব্বত হোসেন খান,আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কতিক এস এম মালেক ভান্ডারী, এস.আই জাহাঙ্গীর আলম, বাজার বনিক সমিতির সভাপতি বাবুল আক্তার টিপু,সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি,এস.আই মোরশেদ আলম প্রমুখ ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি