নিজস্ব প্রতিবেদক: ঃ ২৬ এপ্রিল-২০২২,মঙ্গলবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে (ভার্চুয়ালি) মঙ্গলবার দেশের ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর এবং জমির দলিল বিতরন অনুষ্ঠান উদ্ধোধন করেন। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা অডিটরিয়ামে ভুমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের-০২ আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৪ টি ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করেন, প্রধান অতিথি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ছানোয়ারুল হক।
আজ মঙ্গলবার ২৬ এপ্রিল থেকেই ভুমিহীন ও গৃহহীনরা প্রধানমন্ত্রীর ঘরে উঠবেন। বিনামূল্যে একটি করে স্বপ্নের নীড় নিজস্ব ঠিকানা পাচ্ছে এলাকার ভুমিহীন ও গৃহহীন লোকজন।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, সহকারী কমিশনার (ভুমি) মো. রবিন,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, শিক্ষা কর্মকর্তা মো: মোয়াজ্জেম হোসেন,,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন,কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার,ধামশ^ও ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী ,চরকাটারী ইউপি চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল,প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু,প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঘিওরে ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ন -১ম পর্যায়ে ২০ টি ২য় পর্যায়ে ৪০ টি ,৩য় পর্যায়ে-৪ টি প্রকল্পের আওতায় জমি ও গৃহপ্রদান করা হলো।, ৪র্থ পর্যায়ে দৌলতপুরে ১৫৯টি পরিবার পর্যায়ক্রমে মাথা গোজার ঠাই পাবে। এ সময় সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।