নিজস্ব প্রতিবেদক:৩১ জুলাই-২০২২,রবিবার।
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয়ের পিতা প্রয়াত সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ এ এম সায়েদুর রহমানের ২৫ তম মুত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে দৌলতপুর বাজারে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
জানা যায় অধ্যহ্ম এ এম সায়েদুর রহমান রাজনৈতিক জীবনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মানিকগঞ্জ- ১ ঘিওর, দৌলতপুর থেকে বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কর্মজীবনে ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন। আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে অধ্যহ্ম এ এম সায়েদুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা, কোরআনের আয়াত থেকে তেলায়ত করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: এ.কে.এম আজিজুল হক, সাধারন সম্পাদক মো. আব্দুল কদ্দুস,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আখিনুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মহিদুর রহমান মুক্তা, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা তানিয়া মাহমুদ,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন,উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ,সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমান, যুবলীগ নেতা আব্দুর রহিম , সেচ্ছাসেবক লীগ নেতা নিজামুল ইসলাম নিজাম, মতিলাল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান হৃদয়সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।######