নিজস্ব প্রতিবেদক:২১ আগস্ট-২০২২,রবিবার।
বাংলাদেশ ছাত্রলীগ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা ও ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামীগ ও তার সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দের উপর গ্রেনেড হামলার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠত হয়েছে।
রবিবার ( ২১ ই আগষ্ট) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পরিষদ চত্ত¡রে বাংলাদেশ ছাত্রলীগ দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয় । মিছিলটি প্রধান সড়ক, বাজার প্রদক্ষিন শেষে উপজেলার পরিষদ চত্ত¡ওে এক বিশাল সমাবেশ করেছে ।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম আতোয়ার রহমানএর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ, এম নাঈমুর রহমান দুর্জয়। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ,এম সিফাত কোরাইশী সুমন,,বিশেষ বক্তা বাংলাদেশ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক রাজিদুল ইসলাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখিনুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মহিদুর রহমান মুক্তা, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির, যুবলীগের নেতা আব্দুর রহিম, সেচ্ছাসেবকলীগের নেতা নিজামুল ইসলাম নিজাম, সরকারী মতিলাল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ হাসান,সাধারন সম্পাদক সাদিকুর রহমান শাওন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হেলাল আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক জাফর ইকবাল রিজভী, সাংগনিক সম্পাদক, তাসকিন আহম্মেদ রিয়াজ,সহ আওয়ামী লীগ,মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগনেতাকর্মীরা। ####