নিজস্ব প্রতিবেদক:০৮ আগস্ট-২০২৩,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ ইতিহাসের মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩তম জন্মদিনে আলোচনা সভা শেষে অসহায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদেওর ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, , দৌলতপুর থানা ওসি (তদন্ত) রনজিৎ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার,চরকাটারী ইউনিয়ন চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল, সরকারী মতিলাল ডিগ্রী কলেজের প্রভাষক তফিজ উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু প্রমূখ।