মানিকগঞ্জ প্রতিনিধি: ২৬ জানুয়ারী-২০২০,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে রবিবার দিন ব্যাপি আন্ত স্কুল শ্রেনী ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে উলাইল মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড: আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আলমগীর সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন, জেলা শিা অফিসার ফরিদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক বিএসসি,সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,সাবেক প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার,সাবেক মেম্বার মহিদুর রহমান,ছাত্তার ভেন্ডার প্রমুখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি