নিজস্ব প্রতিবেদক:১৬ মার্চ-২০১৯,শনিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ১৮ টি বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫ টি টিনের ঘর ,ধান,চাল,স্বর্ণ অলংকার ,গবাদি পশু,নগদ টাকা সহ প্রায় কোটি টাকার মালামাল ২০ মিনিটে চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেলো ।
শুক্রবার রাত ১ টার দিকে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আহুলিয়া গ্রামে ১৮ টি বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন,আহুলিয়া গ্রামের মেগু সিকদার,নুরুল ইসলাম,কাসেম,সেন্টু,হানিফ,আফছার,জলিল,আরশেদ,চাঁন খা,সুর্য খা,আসলাম,ময়নাল,লোকমান,বুদ্ধ সেক,মহন সেক, মাছেম,নবীরন বেগম। এই ১৮ টি পরিবারের ৩৫ টি টিনের চালা ঘর ,ধান,চাল,স্বর্ণ অলংকার ,নগদ টাকা সহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে ।
কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো:জাকির হোসেন ও অগ্নিকান্ডে তিগ্রস্ত মেগু সিকদার,নুরুল ইসলাম নিশ্চিত করে জানান,রাত আনুমানিক ১ টার দিকে বিদ্যুতের খুটির মিটারের সার্ভিস তারে শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হয় । অগ্নিকান্ডে তিগ্রস্তদের পড়নের কাপড় ও উঠানের ভিটে মাটি ছাড়া কিছুই নেই ।
এবিষয়ে ঘিওর ফায়ার সাভিসের স্টেশন অফিসার আব্দুল ছাত্তার মোল্যা জানান, রাত ১ টা ২৫ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘিওর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের যৌথ একটি টিম দ্রুত চলে যাই। রাস্তা খারাপ হওয়ায় ঘটনাস্থলে যেতে অনেক সময় লেগে যায় তার পরেও ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয় । ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০/৩৫ লক্ষ টাকা হয়েছে বলে জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদশন করেন লোকজনের সাথে কথা বলেন । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে সরকারী ভাবে সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন ।
এসময় উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দল আলীম, কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো:জাকির হোসেন প্রমূখ । এছাড়া মানিকগঞ্জ-আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয়ের সহধর্মীনি ফারহানা রহমান হ্যাপী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে স্থানীয় চেয়ারম্যান জানান। এদিকে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম রাজা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদশন করেন ও আর্থিক সহযোগিতা করেন ।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি