নিজস্ব প্রতিবেদক:২৯ আগস্ট-২০২২,সোমবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের রবিবার বিকাল সাড়ে ৩ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৯) বছর।
আজ সোমবার সকাল ১০ টায় দৌলতপুর সরকারী পিএস উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার মুসুল্লির অংশ গ্রহনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ।
মরহুমের কফিনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরুল হাসান ও জেলা পুলিশের চৌকস দল রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করেন । মরহুমের জানাজা নামাজ শেষে দৌলতপুর কেন্দ্রীয় কবর স্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে,৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এর পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, জেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস,জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, বীরমুক্তযোদ্ধা এাড: আবুল কাশেম, ,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা,সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবলীগ আহবায়ক হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন প্রমূখ।
এদিকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তার কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, জেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা,সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আবুল বাশার ।জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, বীরমুক্তযোদ্ধা এাড: আবুল কাশেম,বীরমুক্তযোদ্ধা আওলাদ হোসেন প্রমুখ ।