নিজস্ব প্রতিবেদ::১৯ সেপ্টেম্বর-২০২২,সোমবার।
বিদ্যুত ছিলনা ফ্রিজে রাখা মাংস বেড় করে নেয়ার অপরাধে মোছা: শিমু আক্তার (২৫) নামের এক গৃহবধুর মুখ ও শরীর গরম তরকারীর করাইতে ঠেসে ধরে ঝলসে দিয়েছে পাষন্ড দেবর মো: জুয়েল সেক । ঝলসে যাওয়া শিমু অক্তার দৌলতপুর উপজেলা জিয়নপুর ইউনিয়নের নারিন্দা গ্রামে মো: রুবেল সেকের স্ত্রী ।
রবিবার বিকাল ৬ টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জিয়নপুর ইউনিয়নের নারিন্দা গ্রামে এঘটনাটি ঘটে।
ঝলসে যাওয়া গৃহবধুর শিমু আক্তার জানান, রবিবার বিকালে আমাদের এলাকায় বিদ্যুত ছিলনা দেবর জুয়েল এর ঘরের ফ্রিজে আমার রাখা গরু মাংস বেড় করার অপরাধে ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালাগালি শারীরিক ভাবে আমাকে এলোপাথারী মারধর করে। পরে আমাকে জোর করে টেনে হিচড়ে চুলায় গরম তরকারীর করাইতে মুখ ঠেসে ধরে ঝলসে দিয়েছে। স্থানীরা শিমুকে গুরুতর আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী জানান,রবিবার সন্ধায় ঝলসে যাওয়া শিমুকে ভর্তি করা হয়। রোগী সুস্থ্য আছে আজ সোমবার উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া হোসেন জানান, শিমুর স্বামী বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে । মামলার প্রস্তুতি চলছে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।####