নিজস্ব প্রতিবেদক:১০ এপ্রিল-২০১৯,বুধবার।
মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বুধবার ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা পালিত হয়েছে। সকালে মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বিশাল র্যালী বের হয়ে প্রধান সড়ক ও উপজেলা পরিষদ প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিসের সামনে সুনানী ঘর মৃন্ময়ীতে ভূমি সেবা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন অন্তরা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এছাড়া বক্তব্য রাখেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার, সাব-রেজিষ্ট্রার মহসীন উদ্দীন আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা রঞ্জিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, দৌলতপুর পি.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. মহসীন মিয়া, সার্ভেয়ার মঞ্জুরুল হক, সহকারী তহশীলদার নেপাল চন্দ্র সাহা, মো. রাজা মোল্লা প্রমুখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি