নিজস্ব প্রতিবেদক:০৩ অক্টোবর-২০২৩,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুর থানার দৌলতপুর পশ্চিম পাড়ার বিরাজ শেখের ছেলে মোঃ মোশারফ হোসেন মুশা (২৭), ও মো: আব্দুল মুন্নাফের ছেলে মোঃ শাহিনুর ইসলাম (৩০) কে মাদক সেবন করার আপরাধে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট ।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান চৌধুরী ও দৌলতপুর থানা পুলিশ যৌথ মোবাইল কোর্ট পরিচালনার সময় দৌলতপুর পশ্চিম পাড়া গুপিনাথের বাড়ির পিছনে পুকুর পাড়ে মাদক সেবন করার আপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম মোল্যা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক সেবন অবস্থায় পাইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারার অভিযোগে প্রত্যেককে ৭ ( সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।