মানিকগঞ্জ প্রতিনিধি::১১ জানুয়ারী-২০২০,শনিবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ণগণনার উদ্বোধন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১১ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ণগণনার উদ্বোধন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে বিশাল বর্ণাঢ্য র্যালি বেড় হয়। র্যালিতে মুক্তিযোদ্ধা,শিক্ষক,সুশিলসমাজ,সাংবাদিক ,স্কুল,কলেজের ছাত্র/ছাত্রী,পেশাজীবিসহ সকল স্তরের মানুষ অংশ গ্রহন করেন। র্যালি শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ(ওসি) সুনীল কুমার কর্মকার,উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ। সন্ধ্যায় আতশবাজি ও সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।