নিজস্ব প্রতিবেদক:২১ ফেব্রুয়ারী-২০২০,শুক্রবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২টা ১মিনিটে দৌলতপুর সরকারী পি,এস উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজার পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ,দৌলতপুর প্রেসকাব,উপজেলা ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন । দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে সকালে উপজেলা ক্যাম্পাস থেকে প্রভাত ফেরি বের করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রভাত ফেরিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
দৌলতপুর সরকারী পি,এস উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা মোস্তারী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা প্রকৌশলী মো: ফজলুর রহমান তালুকদার,সাব-রেজিষ্টার মহসিন উদ্দিন আহম্মেদ,পবিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম,উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন, দৌলতপুর সরকারী পি,এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান প্রমূখ।