নিজস্ব প্রতিবেদক:২০ এপ্রিল-২০২০,সোমবার।
আরিচা-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর কালীবাড়ি মোড়ে ঢেউটিন বোঝাই শ্যালো মেশিন চালিত ট্রলি-মটরসাইল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী সাবেক ক্রিকেটার মো: বিল্টু মিয়া(৪৫) নিহত হয়েছে।
২০ এপ্রিল সোমবার ভোর ৬ টায় মানিকগঞ্জের দৌলতপুর থানার পাশে কালিবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্টু মিয়া মানিকগঞ্জ শহরের মেসার্স ফারুক এন্টারপ্রাইজের নামের রড-সিমেন্ট-ঢেউটিন দোকানের কর্মচারী।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম জানান,সোমবার ভোর ৬ টার দিকে মানিকগঞ্জ শহরের মেসার্স ফারুক এন্টারপ্রাইজের নামের রড-সিমেন্ট দোকানের অপর কর্মচারী নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের মাহবুব হোসেন এর নিকট থেকে পাওনা টাকা নিয়ে মানিকগঞ্জ শহরের উদ্দেশ্যে মটরসাইল যোগে যাওয়ার সময় আরিচা-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জের দৌলতপুর কালীবাড়ি মোড়ে ঢেউটিন বোঝাই শ্যালো মেশিন চালিত ট্রলি-মটরসাইল মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে মটরসাইকেল আরোহী মো: বিল্টু মিয়া(৪৫) নিহত হয়।
সড়ক দূঘর্টনায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী সড়ক দূঘর্টনা স্থল পরিদর্শন করেছেনে।
পারিবারিক সুত্রে জানাগেছে বিল্টু মিয়া বর্তমানে ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে তিনি দৌলতপুর গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তার পকেটে আদায় করা এক লাখ ৪৫ হাজার টাকা ছিল। পুলিশ ওই টাকা উদ্ধার করেছে।
বিল্টু মিয়া নব্বইয়ের দশকে মানিকগঞ্জের ক্রিকেটার ছিলেন। তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া, তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব-কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়ার ছিলেন।
তার অকালমৃত্যতে শোক জানিয়েছে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কুলফা গোষ্ঠীর সভাপতি এ এম নাঈমুর রহমান দূর্জয় ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা।