Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

দৌলতপুরে ৩০০ টি মসজিদের ইমামদের অনুদানের চেক দিলেন এমপি দুর্জয়

রিপোর্টার / ২৩ বার
আপডেট সোমবার, ৮ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:,০৮ জুন-২০২০ ,সোমবার।

করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৩০০ টি মসজিদের ইমামদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উপহারের  অনুদানের চেক  তুলে দিলেন,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ।

আজ সোমবার (৮জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের পাঁচ হাজার টাকা করে মোট ১৫ লাখ  টাকার চেক প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন এসব মসজিদের ইমাম-খতিব ও কর্তৃপক্ষের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

করোনা ভাইরাস সংকটকালীন সময়ে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও খতিবকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলার ৩০০ টি মসজিদের ইমাম ও খতিবদের হাতে এই অনুদানের চেক তুলেদেন সাংসদ দুর্জয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা  সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ, দৌলতপুর উপজেলা আওয়ামীলগের সভাপতি আজিজুল হক, জেলা আওয়ামীলীগের নেতা  ফরিদ আহম্মেদ,উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, যুগ্মা সাধারন সম্পাদক   মোশারফ হোসেন মুশা,  বাচামারা চেয়ারম্যান আব্দুল লতিফ,জিয়নপুর চেয়ারম্যান বেলায়েত হোসেন,চরকাটারী চেয়ারম্যান আব্দুল বারেক মন্ডল,  জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য আবুল বাসার, জেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির,উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ,সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমান প্রমূখ।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com