নিজস্ব প্রতিবেদক:০৭ আগস্ট-২০২২,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুরে দিন মজুরের ৬ষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রী (১২) কে জোর পূর্বক ধর্ষণ ও বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করার অভিযোগে ২ জনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২ টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের পরিত্যাক্ত জোড়া বাড়ির দ্বিতীয় তলা নির্জন কক্ষে।
ধর্ষিতা ওই মাদ্রাসা ছাত্রী ও তার দুই বান্ধবী এক সাথে গতকাল শনিবার দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে দৌলতপুর ডাক বাংলা ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের পিছনের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবলু শেখের ছেলে দৌলতপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মো: রাকিবুল হাসান হৃদয় ও একই গ্রামের আমিনুর রহমানের ছেলে দৌলতপুর সরকারী পিএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মো: রাকিব হোসেন রাস্তার গতি রোধ করে । লম্পট ধর্ষক ওই মাদ্রাসা ছাত্রীসহ তার দুই বান্ধবীকে ফুঁসলিয়ে ফাসলি বলে তোদের সাথে কথা আছে এই বলে উপজেলা পরিষদের পরিত্যাক্ত জোড়া বাড়ির দ্বিতীয় তলা নির্জন কক্ষে নিয়ে যায় ।
পাশের কক্ষে রাকিব হোসেন ধর্ষিতার দুই বান্ধবীকে ভয়ভীতি দেখিয়ে জোর করে বসিয়ে রাখে । পরে দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মো: রাকিবুল হাসান হৃদয় ৬ষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর রাকিবুল হাসান হৃদয় ধর্ষিতাকে মারপিট করে এবং শরীরে কোন কাপড় ছিল না সেই বিবস্ত্র অবস্থায় ধর্ষক তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে । লম্পট ধর্ষিতাকে বলে কাউকে জানালে তোর লাংটা ভিডিও ফেসবুকে ভাইরাল করে দিবে বলে হুমকি দেয়।
ধর্ষিতার মা জানান, আমার স্বামী দিন মজুর কৃষি শ্রমিক। মেয়েটি মাদ্রাসায় কোন মতে লেখাপড়ার জন্য পাঠাই। আমরা গরীব মানুষ মেয়েটির যে ক্ষতি করেছে তার সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: জাকারিয়া হোসেন জানান,ধর্ষিতা ওই মাদ্রাসা ছাত্রী ও তার বান্ধবীরা বাড়িতে লজ্জা-অপমানের কথা কাউকে না জানিয়ে এক দিন পর আজ শনিবার দুপুরে দৌলতপুর থানায় এসে হাজির হয়। ওই মাদ্রাসা ছাত্রী ধর্ষণ , মারপিট,ভিডিও ধারণের বিবরন দেয় ।
পরে তাৎক্ষনিক ভাবে ওসি তদন্ত মো: মজিবুর রহমান, এসআই মো: সাইফুল ইসলাম,এএসআই শিউলি আক্তার ফোর্সদের নির্দেশ প্রদান করি। ধর্ষণ কারীমো: রাকিবুল হাসান হৃদয় এবং সহযোগিতা কারী রাকিব হোসেনকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
ধর্ষিতার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে । দৌলতপুর থানার মামলা নং-২,ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ সহ পর্নোগ্রাফি আইনের ৮(১)/২ । তারিখ-০৭-০৮-২২ইং।