নিজস্ব প্রতিবেদক:১৮ ফেব্রুয়ারী,রবিবার।
মানিকগঞ্জের দৌলতপুর বাজারে সরকারী পেরী-ফেরি(চান্দিীনা) ভিটিতে অবৈধ ভাবে পাকা ইমারত নির্মাণ করে ঘরের কাজ করার অপরাধে ১ টি পাকা ঘর সম্পূর্ণ ও আরেকটির কিছু অংশ ভ্যেকু দিয়ে ভেঙ্গে অপসারন করেছে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ।
সোমবার বিকালে দৌলতপুর বাজারের অপসারন অভিযান পরিচালনা করেন ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানান, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার আব্দুল হাই তিনি দৌলতপুর বাজরে ১ টি পাকা ইমারত নির্মাণ করে ঘরের কাজ করছিল তাকে উপজেলা ভূমি অফিস থেকে বার বার নিষেধ করা সত্তেও কাজ করে আসছিল । বিধি নিষেধ অমান্য করে ঘরের কাজ বন্ধ না করায় তার ঘর ভ্যেকু দিয়ে সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয় । তার পাশের সমেতপুর গ্রামের আলমগীর হোসেন (ভিপি আলম) বাজারে পাকা ইমারত নির্মাণ করে ঘর উত্তোলন করে ভাড়া দিয়েছে । তার ঘরের কিছু অংশ ভ্যেকু দিয়ে ভেঙ্গে অপসারন করা হয়েছে । তিনি বলেন, সরকারী জায়গা অবৈধ ভাবে দখল কারী যেই হোক কোন রকম ছাড় পাবে না । এই অভিযান অব্যাহত থাকবে ।
অপসারন অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন অন্তরা,সার্ভেয়ার মো: মন্জুরুল ইসলাম,বাজার বনিক সমিতির সভাপতি বাবুল আক্তার টিপু,সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত উৎসুক জনতা।####
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি