টাঙ্গাইল প্রতিনিধি :০১ নভেম্বর-০১ নভেম্বর-২০২২,মঙ্গলবার।
টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা করণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস কার্যলয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপ প্রকল্প পরিচালক মোস্তাফা কামাল। এসময় আরও বক্তব্য দেন প্রকল্পের সিনিয়র পরিচালক নাজমুল হাসান, জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মাহমুদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, কৃষক মো. আ. ছালাম প্রমুখ। প্রশিক্ষণে উপজেলা ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। শেষে বারি সরিষা ১৪ জাতের বীজ বিতরণ করা হয়।