মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে:১৩ সেপ্টেম্বর-২০২২,মঙ্গলবার।
টাঙ্গাইলের ধনবাড়ীতে শ্যালো ইঞ্জিন চালিত মিনি ট্রাকের ধাক্কায় ছানোয়ারা খাতুন (৪০) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হন তাঁর স্বামী। উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি কামাড়পাড়া বাজারে গত সোমবার সন্ধ্যার এ দুর্ঘটনা ঘটে। নিতহ ছালোয়ারা বেগম উপজেলার কেন্দুয়া বাজারে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। সে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন এবং হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মো. স্বপন তালুকদারে স্ত্রী। মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, এসএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পান ছানোয়ারা খাতুন। এজন্য বিকালে গোপালপুর সরকারি কলেজে প্রশিক্ষণে অংশ নেন। সন্ধ্যার সময় স্বামীর সাথে তিনি মোটরসাইকেযোগে বাড়ি ফেরার পথে মুশুদ্দি কামাড়পাড়া বাজারে মিনি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত হয় তাঁর স্বামী। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, ‘ঘটনাস্থল থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।’