টাঙ্গাইল প্রতিনিধি ঃ২২ অক্টোবর-২০২২,শনিবার।
বাল্য বিয়ে, যৌন নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমার কন্ঠ হোক সোচ্চার ¯েøাগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুইদিন ব্যাপি সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউট মাঠে উন্নয়ন সংগঠন নিজেরা করি ও তার অনুপ্রেরণায় গঠিত ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন ধনবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মীর ফরিদ আহমাদ ফরিদ। ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন ধনবাড়ী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খন্দকার জেব উন নাহার লিনা বকল, শহীদ বুদ্ধিজীবী অনুজ ধনবাড়ী কলেজিয়েট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন, নিজেরা করি’র বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক,ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ, আ’লীগ নেতা কাজী আওলাদুজ্জামান আদর, ভূমিহীন নেতা শামছুল হক, মর্জিনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিল পাইস্কা ভূমিহীন গণনাটক দল ‘মুক্তির লড়াই’ গণ নাটক মঞ্চস্থ করে। পরে র্যালির মাধ্যমে সাংস্কৃতিক পদযাত্রা শুরু হয়। এ পদযাত্রা চলাকালীন দুইদিনে উপজেলার ৭ টি পয়েন্টে গণসংগীত, লোকজসংগীত, দেশাত্ববোধক গান পরিবেশিত ও গণ নাটক মঞ্চস্থ হবে। হবে আলোচনা সভাও। আজ রোববার রাতে উখারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি সমাপ্তি হবে।